০১৯৮৩-৯৮৪৯৮৫ [email protected]

বেসিক ডিজিটাল মার্কেটিং

আজকাল আমরা একটি শব্দ শুনে থাকি আর তা হচ্ছে “ডিজিটাল মার্কেটিং” প্রথমেই জানা দরকার এই ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি। সরল ভাষায়, ডিজিটাল মার্কেটিং ইলেকট্রনিক মিডিয়ার এক বা একাধিক ফর্ম মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচার করা কে বুঝায়।

টিভি, রেডিও, মোবাইল এবং ইন্টারনেট –  এ সকল মাধ্যমে আমরা “ডিজিটাল মার্কেটিং” করে থাকি। ডিজিটাল মিডিয়া বলতে আমরা প্রথানত ই-মেইল, মোবাইল অ্যাপ, ওয়েব সাইট ও সামাজিক মিডিয়া কে বুঝায়। যদিও টিভি ও রেডিও ডিজিটাল মিডিয়া খুবই জনপ্রিয় মাধ্যম।

কোম্পানীর পণ্যের প্রসারের জন্য আমরা বিভিন্নভাবে মার্কেটিং করি যেমনঃ লিফলেট, পোস্টার ইত্যাদি। বর্তমানে ডিজিটাল যুগ। ডিজিটাল মার্কেটিংয়ে সবচাইতে বেশি মানুষের কাছে পণ্যের প্রচার করা যায় এবং ডিজিটাল মার্কেটিংয়েই সবচাইতে বেশি ব্যবসায়িক সফলতা পাওয়া যায়।

সময়কাল

 • নিস নির্বাচন
 • কিওয়ার্ড রিসার্স
 • কম্পিটিটর এনালাইসিস এবং ওয়েবসাইট অডিট
 • অন সাইট অপটিমাইজেশন
 • অন পেইজ অপটিমাইজেশন
 • আর্টিকেল রাইটিং
 • গুগল ওয়েব মাস্টার টুল এবং এনালাইসিস

সময়কাল

 • সময়কাল: ১.৫ মাস
 • মোট ক্লাস – ১৫
 • ক্লাসের সময় – ২ ঘন্টা

পূর্বশর্ত

 • বেসিক কম্পিউটার এর ধারনা

হাসনাত আবির

ডিজিটাল মার্কেটার

ডিজিটাল মার্কেটিং কোর্সের প্রশিক্ষক  হিসেবে দায়িত্ব পালন করছেন “হাসনাত আবির”। পাশাপাশি তিনি একজন সফল ফ্রীল্যান্সার  এবং সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটার হিসেবে যশোর আইটিতে কর্মরত রয়েছেন।

কোর্সটি শুরু করতে প্রস্তুত?

তাহলে যোগাযোগ করুন এবং তালিকাভুক্ত হন